 |
সবুজ তালুকদার |
-সবুজ তালুকদার
ধন্য পাপী ধন্য তুমি,
ধন্য তোমার জীবন।
পাপ থেকে মুক্তি পেলে,
ঈসা মসীহ তার কারণ।
স্বর্গ রাজ্যের অধিকারী,
হয়ে গেলে তুমি,
যখন থেকে ঈসা মসীহ,
ক্রূশে হলেন কোরবানী।
প্রার্থনা করো, মোনাজাত করো, পূর্ণ হবে যত আশা।
পাক কালামের মধ্য দিয়ে, বলেছেন বিধাতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন