মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

প্রাণের প্রভূরে

কে সি মিলান
প্রাণের প্রভূরে
প্রাণের প্রভূরে
স্নেহ প্রেম আর ভালবাসা
কেবল তোমাতেই।
তুমি মুক্তি দিলে শত্রু হতে
নিলে বুকে জড়িয়ে।
অন্ন দিলে বস্ত্র দিলে
হলে জীবন স্বামী যে।
ভালবেসে স্নেহ দিয়ে আলোয় তুলিলে।
তাইতো আমি তোমায় স্মরি
হৃদয় গভীরে।
প্রানের প্রভূরে
শোকে দুঃখে অনুতাপে
কাঁদব যখনই
জানি কাছে এসে মুছবে সে জল
অনেক আদরে।
তুমিই ছিলে জীবনদাতা
তুমিই আছ
তুমিই রবে যে।
প্রাণের প্রভূরে ...

।। কে সি মিলান অনুদিত একটি মালায়ালাম গানের কথা ও সূর অবলম্বনে।।

রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

প্রার্থনা করো, মোনাজাত করো

সবুজ তালুকদার
-সবুজ তালুকদার

ধন্য পাপী ধন্য তুমি,
ধন্য তোমার জীবন।
পাপ থেকে মুক্তি পেলে,
ঈসা মসীহ তার কারণ।
স্বর্গ রাজ্যের অধিকারী,
হয়ে গেলে তুমি,
যখন থেকে ঈসা মসীহ,
ক্রূশে হলেন কোরবানী।
প্রার্থনা করো, মোনাজাত করো, পূর্ণ হবে যত আশা।

পাক কালামের মধ্য দিয়ে, বলেছেন বিধাতা